সরকারি ভাবে ফ্রি চিৎসার জন্য একটি হাসপাতাল আছে। সেখানে সর্দি, আমাশয়, কাশি, ডাইরিয়া, এলার্জি, মাথা ব্যাথা, দাতের সমস্যা, অস্ত্রপাচার, ফোড়া, কাটা ঘা, শরীরের কোন অঙ্গহানি ইত্যাদি ফ্রি চিকিৎসা করা হয়ে থাকে। ইহা ছাড়াও খর্নিয়া ইউনিয়ন পরিষদে মাঝে বেসরকারি সংস্থা, কমিউনিটি ক্লিনিক, খুলনা থেকে বিশেষজ্ঞ অনেক ডাক্তার জনগনের দোড়গোড়ায় এসে ফ্রি চিকিৎসা দিচ্ছে। ফলে আমাদের খর্নিয়া ইউনিয়নের সাধারণ জনগণ খুব উপকৃত হচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদে পশু চিকিৎসা সেবাও দেওয়া হয়ে থাকে। সেখানে বিভিন্ন গৃহপালিত পশুদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ফলে খর্নিয়া ইউনিয়ন পরিষদের জনগণ গৃহপালনে উৎসাহিত হয়।