৪নং খর্নিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে একটি আনসার ও ভিডিপি অফিস আছে।
১। মো: নূরুল ইসলাম জোয়ারদার
২। রহিমা বেগম
১। গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা।
২। বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।
৩। ইউ.পি. নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় সহযোগীতা করা।
৪। দূর্গাপূজা উপলক্ষ্য আইন শৃংখলা রক্ষার কাজে সহযোগিতা করা।
৫। নারী ও শিশু প্রাচার সম্পর্কে সকলকে অভিহিত করা।
৬। বাল্য বিবাহ ও বহু বিবাহ সম্পর্কে সকল নাগরিককে সচেতন করা।
৭। বৃক্ষ রোপন করা সম্পর্কে সকলকে আগ্রহী করা।
৮। স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সম্পর্কে সকলকে সচেতন করা।
৯। পরিবার পরিকল্পনা গ্রহন করা সম্পর্কে সকলকে নিশ্চিত করা।
১০। গরু, ছাগল ও হাঁস মুরগী পালনে সকলকে আগ্রহী করা।
১১। সেলাই প্রশিক্ষেন প্রদান করা।
১২। গ্রামে যতে কোন প্রকার অপরাধ মূলক কাজ না ঘটে সে দিকে দৃষ্টি পাত রাখা।
১৩। গ্রামের কুসংস্কারাচ্ছন্ন জনগণকে আত্ন সচেতন করে তোলা।